প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দক্ষিনী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নাম ঠিক না হওয়া সিনেমাতে তার সঙ্গে জুটি বাঁধছেন জুনিয়র এনটিআর। আর এই সিনেমাটি পরিচালনা করবেন ত্রিভিকরাম শ্রীনিবাস।
জানা গেছে, পরিচালক ত্রিভিকরাম নতুন একটি জুটির সন্ধানে রয়েছেন। তার আগামী সিনেমার জন্য জুনিয়র এনটিআরের বিপরীতে জাহ্নবী কাপুরকে নিতে চাইছেন তিনি। আপাতত চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে পরিকল্পনা অনুযায়ী এগুতে চান 'আলা বৈকুন্ঠপুরোমলো' খ্যাত এই পরিচালক।
মজার বিষয় হলো, তেলেগু সিনেমাতে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছেন খোদ জাহ্নবী কাপুর। এমনকি বিজয় দেবেরেকোন্ডার আগামী সিনেমার জন্য নায়িকাকে নেওয়ার কথা ভেবেছিলেন আরেক নির্মাতা পুরী জগন্নাথ।
এদিকে এস এস রাজামৌলির 'ট্রিপল আর' নিয়ে ব্যস্ত রয়েছেন জুনিয়র এনটিআর। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দক্ষিনী সুপারস্টার রাম চরণ। এই সিনেমার কাজ শেষ করে তবেই ত্রিভিকরামের নতুন প্রজেক্টে হাত দিবেন এনটিআর বলেও জানা গেছে।
প্রসঙ্গত, জাহ্নবী কাপুর অভিনীত সবশেষ সিনেমা 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল'। এতে ভারতীয় বিমানবাহিনীর প্রথম নারী পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির পর সমালোচকরের দারুণ প্রশংসা কুড়িয়েছেন শ্রীদেবী কন্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।