গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ডেমরার বাশেরপুল এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে জুবায়ের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জুবায়েরের মামা মেহেদী হাসান জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাবা-মায়ের সঙ্গে থাকতো জুবায়ের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তার সঙ্গে ডেমড়ার বাসায় বেড়াতে আসে সে। শুক্রবার সকালে সে একতলার ছাদে ঘুড়ি উড়াতে উঠে। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক ভাই এক বোনের মধ্যে জুবায়ের ছোট। তার বাবার নাম জয়নাল মিয়াজি।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।