গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর শাহবাগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে ঘটে।
নিহত জহিরুল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) লাইনম্যান ছিলেন।
ডিপিডিসির উপ-সহকারী প্রকৌশলী সামিউল হক জানান, আগামী ৮ সেপ্টেম্বর একটি অনুষ্ঠান আছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। সে উপলক্ষে বিদ্যুৎ মেরামতের কাজ চলছিল ইনস্টিটিউটের ভেতরে। সকাল থেকে কাজ শুরু হয়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জহিরুল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত জহিরুলের নাম ছাড়া কোনো ঠিকানা পাওয়া যায়নি। বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।