Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফ আলীই হচ্ছেন ‘আদিপুরুষ’র ভিলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ৭:৪৯ পিএম

সম্প্রতি নির্মাতা ওম রাউত তার আগামী সিনেমার নাম ঘোষণা দিয়েছেন। এর নাম রাখা হয়েছে 'আদিপুরুষ'। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন দক্ষিনী সুপারস্টার প্রভাস। আর নায়িকা হিসেবে শোনা যাচ্ছে দক্ষিনের কীর্তি সুরেশ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম। এদের দু'জনের মধ্যে যেকোন একজন প্রভাসের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করবেন।

তবে ওম রাউতের এই সিনেমাতে যে সাইফ আলী খানও থাকছেন, সেটা আগেই জানা গিয়েছিলো। কিন্তু তিনি কোন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে তৈরী হয়েছিলো জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন নির্মাতা নিজেই।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে 'আদিপুরুষ'র একটি পোস্টার শেয়ার করেছেন নির্মাতা ওম রাউত। যেখানে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সাইফ আলীকে বিগ বাজেটের এই প্রজেক্টের সঙ্গে যুক্ত করলেন তিনি। এই সিনেমাতে লঙ্কেশ এর চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন সাইফ আলী খান।

এর আগে একই নির্মাতার 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়' সিনেমাতে অভিনয় করেছিলেন সাইফ আলী। সেখানে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। আর তাই ৫০০ কোটি বাজেটের এই সিনেমাতে সাইফ আলীতেই ভরসা রাখছেন ওম রাউত।

জানা গেছে, ৪০০ বছরের পৌরাণিক কাহিনী নিয়ে নির্মিত হবে অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই থ্রিডি সিনেমাটি। এটি তেলেগু ও হিন্দি ভাষায় নির্মিত হবে। পরবর্তীতে তামিল, কন্নড়, মালায়য়াম সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ভাষায় ডাবিং করা হবে। শোনা যাচ্ছে, আগামী বছরের মাঝামাঝি সিনেমাটির শুটিং শুরু হবে এবং ২০২২ সালে মুক্তি পাবে 'আদিপুরুষ'।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ