প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রতিবারের মতো এবারও টিভি রিয়্যালিটি শো বিগ বসের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। শো'য়ের মূল আকর্ষণই ভাইজান, তাই পারিশ্রমিকও হাঁকেন মোটা অঙ্কের। গত সিজনে সঞ্চালনার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১৫ কোটি। কিন্তু এবার নাকি দর হাঁকিয়েছেন এর চেয়েও কয়েকগুণ বেশি।
চলতি মাসের মাঝামাঝি সময়ে 'বিগ বস ১৪' সিজনটি টিভিতে সম্প্রচার হওয়ার কথা ছিলো। কিন্তু নানা জটিলতার কারণে সেটি পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে। এরই মধ্যে খোঁজা শুরু হয়ে গিয়েছে শো'য়ের প্রতিযোগিদের। আর শো'য়ের সঞ্চালক হিসেবে যে সালমানই থাকছেন, সেটা অনেক আগেই নির্ধারিত করা হয়েছে।
জানা গিয়েছে, এবারের সিজনের প্রেক্ষাপট হবে লকডাউন। তাতে থাকবে নতুন সাসপেন্স এবং নতুন ড্রামা। আর সেসব বুঝেই নাকি এপিসোড প্রতি ৫ কোটি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন সালমান। এমনকি শোয়ের টিআরপির কথা বিবেচনা করে ভাইজানের প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছেন নির্মাতারা।
সালমান খানের পারিশ্রমিকের খবরে ইতোমধ্যে অনেকের চোখ কপালে উঠেছে। কেননা আগে পারিশ্রমিক ছিলো ১৫ কোটি তার সঙ্গে পাঁচ কোটি যোগ হয়ে দাঁড়িয়েছে বিশ কোটিতে। সব মিলিয়ে বিগ বসের নতুন সিজন শেষে সল্লুর পকেটে ঢুকতে চলেছে ৪৫০ কোটি টাকা। আর যদি গতবারের মতো এবারেও সিজন বেড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা।
শোনা যায়, একটি সিনেমাতে অভিনয়ের জন্য সালমান খান পারিশ্রমিক নেন ৪০-৫০ কোটি। এই খবর যদি সত্যি হয়, তাহলে শুধুমাত্র বিগ বসের এক সিজনেই ৬-৭টি সিনেমার পারিশ্রমিক গুছিয়ে নিতে চলেছেন বলিউড সুলতান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।