Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৩ পিএম

গেল কয়েকমাস ধরেই খবরের শিরোনামে উঠে আসছেন বলিউডের 'বিতর্কিত কুইন' কঙ্গনা রানাউত। সুশান্তের মৃত্যুর পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। গেল কয়েকদিন আগে মুম্বাই পুলিশের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এবার মুম্বাইকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে কঙ্গনা রানাউত লেখেন, 'বলিউড মাফিয়াদের থেকে মুম্বাই পুলিশকে বেশি ভয় পাচ্ছেন তিনি। তাই হিমাচল প্রদেশ কিংবা কেন্দ্রীয় সরকারের থেকে নিরাপত্তা চান নায়িকা।'

কঙ্গনার এমন টুইটের কড়া সমালোচনা করে শিব সেনার মুখপত্র 'সামনা'তে সঞ্জয় রাউত লিখেছেন, 'বলিউড অভিনেত্রী কঙ্গনাকে অনুরোধের সঙ্গে বলছি তিনি যেন আর মুম্বাইয়ে না আসেন। সে মুম্বাই পুলিশকে চরমভাবে অপমান করেছে। এ ব্যাপারের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের ব্যবস্থা নেওয়া উচিত।'

এবার সঞ্জয় রাউতের লেখা নিজের টুইটারে শেয়ার করে আরও বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাউত। তিনি লেখেন, 'সঞ্জয় প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এবং আমাকে মুম্বাইয়ে ফিরতে নিষেধ করা হচ্ছে। মুম্বাইয়ের রাস্তায় আজাদি দেওয়াল লিখনের পর প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছেন। আমার হঠাৎই মুম্বাইকে পাকিস্তানি অধিকৃত কাশ্মীর মনে হচ্ছে কেন?'

এদিকে সুশান্ত ইস্যুতে মুম্বাই পুলিশের দায়িত্ব নিয়ে আঙ্গুল তোলায় কঙ্গনার বিরুদ্ধে আদালতে পিল দাখিল করেছে অবসরপ্রাপ্ত আটজন আইপিএস অফিসার। তাদের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি কঙ্গনা রানাউত তার নতুন সিনেমা 'তেজাস'র ঘোষণা দিয়েছেন। এতে একজন নারী বৈমানিকের ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমাটি গল্প লিখেছেন সরবেশ মেওয়ারা এবং পরিচালনাও করবেন তিনি। সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে শুটিং ফ্লোরে গড়াবে। অনেকেরই ধারণা, নিজের নতুন সিনেমার প্রচারের জন্য বরাবরই এমন কান্ড ঘটিয়ে থাকেন কঙ্গনা। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। নানা বিতর্কিত মন্তব্য করে নিজেকে লাইমলাইটে রাখছেন কঙ্গনা বলেও মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ