Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবু শুটিং ব্যস্ততা কমেনি কারিনার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ৫:২০ পিএম

গেল মাসেই দ্বিতীয়বার মা হওয়ার খবর ভক্তদের মাঝে শেয়ার করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তবু শুটিং ব্যস্ততা কমেনি নায়িকার। বুধবার (২ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এক শুটিং স্টুডিওতে দেখা মিলেছে সাইফ পত্নীর।

অন্তঃসত্ত্বা হয়েও শুটিং সেটে হাজির হচ্ছেন কারিনা কাপুর। তার কথায়, যতদ্রুত সম্ভব অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান তিনি। কেননা তার নিজের অসুস্থতার জন্য অন্য কেউ বিপদে পড়ুক, সেটা কিছুতেই চান না। এমনকি শিডিউল জটিলতা এড়াতে হাতে জমে থাকা কাজগুলো শেষ করে নিচ্ছেন বেবো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে লাল শর্ট ড্রেস পরনে তাকে বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা গিয়েছে। এদিন পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দী কারিনার মাতৃত্বকালীন আভা ছিলো চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, কোনো বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন 'বডিগার্ড' খ্যাত এই অভিনেত্রী।

সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুর জন্মের আগেও সমানতালে শুটিং চালিয়ে গিয়েছিলেন ছোট নবাবের ঘরনী। এমনকি দ্বিতীয় সন্তান আসার আগেও সেই রুটিনে হেরফের হচ্ছে না।

শোনা যাচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে আমিরের 'লাল সিং চাড্ডা'র শুটিংয়ে অংশ নিতে তুরস্কে উড়াল দিবেন কারিনা কাপুর। এছাড়া শারীরিকভাবে সুস্থ থাকলে করণ জোহরের 'তখত'-এর কাজও শেষ করার ইচ্ছা আছে এই চিত্রতারকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ