Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্তের মৃত্যুকে সার্কাসে পরিণত করেছে মিডিয়া: বিদ্যা বালান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৯ এএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রভাব যে বলিউডে ভালোভাবেই পড়েছে তা ইন্ডাস্ট্রির অন্দরমহলে তাকালেই বোঝা যায়। প্রতিনিয়তই তার মৃত্যু নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে পক্ষপাতিত্বও। কেউ সুশান্তের বিচারের দাবি সরব, আবার কেউবা রিয়াকেও ইনসাফ মিলিয়ে দিতে চাইছেন। এবার সুশান্ত কান্ডে মিডিয়া ট্রায়ালের প্রতি ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন বিদ্যা বালান। সেখানে তিনি লিখেছেন, 'সত্যিই খুব দুর্ভাগ্যজনক! কি মর্মান্তিক সুশান্তের মৃত্যুর ঘটনা, কিন্তু মিডিয়া সেটাকে একেবারে সার্কাসে পরিণত করেছে। প্রতিনিয়তই মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হচ্ছে রিয়া চক্রবর্তীকে।'

ওই পোস্টে দক্ষিনী অভিনেত্রী লক্ষী মানচুকে ধন্যবাদ জানিয়ে বিদ্যা আরও লেখেন, 'সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। এভাবে সবার সামনে সত্য কথাটা তুলে ধরার জন্য। সুশান্তের মৃত্যুকে সত্যিই সার্কাসে পরিণত করেছে মিডিয়া। রিয়াকে নিয়ে প্রতিদিন এত অপমানজনক কথা বলা হচ্ছে, যা একজন মহিলা হিসেবে কতটা খারাপ লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।'

গেল কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় লক্ষী মানচুর একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি রিয়াকে সমর্থন করে লেখেন, 'সুশান্ত ইস্যুতে রিয়াকেও ন্যায় বিচার দেওয়া উচিত। তবে গণমাধ্যম রিয়াকে বারবার কাঠগড়ায় তুলছে। আমি সত্যি জানি না, কিন্তু জানতে চাই। দেশের আইনের ওপর আমার ভরসা রয়েছে। রিয়ার পরিবার যে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কষ্ট আমি অনুভব করতে পারছি। যতদিন না সত্যিটা সবার সামনে আসছে, আমি চাই রিয়াকে এভাবে দোষী বানানোর চেষ্টা বন্ধ হোক।'

লক্ষীর এমন পোস্টের সঙ্গে একমত পোষণ করে অনেক তারকায় এগিয়ে এসেছেন রিয়ার সমর্থনে। তবে এসব দেখে সুশান্তের ভাগ্নী মল্লিকা সিং টুইটে লেখেন, 'হঠাৎ করেই ইন্ডাস্ট্রিতে সকলেরই করুণা উপচে পড়ছে সহকর্মীদের প্রতি।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ