প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নামটাই হয়তো অনেকের জানা ছিল না। কিন্তু সুশান্ত ইস্যুতে তিনি লাইমলাইটে চলে এসেছেন। প্রতিনিয়তই একাধিক গণমাধ্যম তাকে নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। তবে মিডিয়ার এমন কান্ডে মোটেও সন্তুষ্ট নন এই বাঙালি কন্যা।
তার কথায়, সাংবাদিকদের জেরার মধ্য দিয়ে তাদের পরিবারের স্বাধীনতা হরন করা হচ্ছে। দিনের পর দিন দূর্বিষহ হয়ে উঠছে তাদের জীবন। তাই এবার রিয়া সান্টাক্রুজ থানায় হাজির হয়ে সাংবাদিকদের বিরুদ্ধেই করলেন মামলা।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সুশান্তের মামলায় প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী যে বাড়িতে থাকেন সেখানে দিনরাত সাংবাদিকরা থাকেন। এতে তার এবং পরিবারের জীবনকে আরো কঠিন করে তুলছে। তাই রিয়া পুলিশকে অনুরোধ করেছেন যে, সাংবাদিকরা তার চলা ফেরার উপর নজরদারি করে সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারে না।'
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সিবিআইয়ের জেরা শেষে বাড়িতে ফেরার পর সাংবাদিকদের হুড়োহুড়িতে বাড়িতেই ঢুকতে পারেন না রিয়া। তাই নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন এই অভিনেত্রী।
এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে রিয়া চক্রবর্তী লেখেন, আমার এবং পুরো পরিবারের জীবন আশঙ্কায় রয়েছে। আমরা তদন্তকারী সংস্থাকে সহায়তা করতে চাইছি কিন্তু এখানকার অবস্থা দেখুন। আমি নিজের এবং পরিবারের অন্যদের জীবন নিয়ে ভয় পাচ্ছি। আমরা স্থানীয় থানাকে জানিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।
এদিকে নিষিদ্ধ মাদক কারবারিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিয়ার বিরুদ্ধে মামলা করেছে ন্যারোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এমনকি রিয়া মাদক নিতেন কিনা সেজন্য তার ন্যারোটিক্স টেস্টও হতে পারে। যদিও রিয়ার মাদক নেওয়ার বিষয়টি তার আইনজীবী উড়িয়ে দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।