Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্ত মামলায় মুখ খুললেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩৮ এএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উদঘাটনে জোর কদমে তদন্ত পরিচালনা করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিনেতার আকস্মিক মৃত্যু মামলা নিয়ে উত্তাল গোটা দেশ ও বলিপাড়া। এই মামলার সঙ্গে নাম জড়িয়েছে অনেক তারকাদেরই। আবার কেউ কেউ সুশান্তের মৃত্যুর তদন্ত চেয়ে প্রচারেও এসেছেন। এই বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকার পর এবার মুখ খুললেন আরেক বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী লক্ষী মাঞ্জুর। সেখানে তিনি লেখেন, 'সুশান্ত ইস্যুতে রিয়াকেও ন্যায় বিচার দেওয়া উচিত। কিন্তু সংবাদমাধ্যম রিয়াকে বারবার কাঠগড়ায় তুলছে। আমি সত্যি জানি না তবে জানতে চাই। দেশের আইনের ওপর আমার ভরসা রয়েছে। রিয়ার পরিবার যে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কষ্ট আমি অনুভব করতে পারছি। যতদিন না সত্যিটা সবার সামনে আসছে, আমি চাই রিয়াকে এভাবে দোষী সাব্যস্ত না করা হোক।'

তাপসী পান্নু এই পোস্টটি রিটুইট করে লেখেন, 'ব্যক্তিগত ভাবে আমি সুশান্ত বা রিয়া কাউকেই জানি না। তবে যেটা জানি তা হল এই বিষয়টা বুঝতে শুধুমাত্র মানুষ হওয়া দরকার। যে কেউ দোষী প্রমাণিত হওয়ার আগেই তাকে দোষী বানিয়ে দেওয়া ভুল। কেননা আদালতেও এটা প্রমাণিত হয় নি এখনো। নিজের বুদ্ধির উপর ভরসা রাখতে, সেই সঙ্গে আইনের প্রতি বিশ্বাস রাখুন।'

'থাপ্পড়' খ্যাত অভিনেত্রীর এমন পোস্টের সমর্থন করেছেন অনেকেই। আবার নায়িকার জোর সমালোচনা করতেও ভোলেননি নেটিজেনদের একাংশ। তাদের কথায়, রিয়ার বিরুদ্ধে একের পর এক যেভাবে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা সত্যিই ভয়ানক। আর সেখানে গণমাধ্যম তার দায়িত্ব পালন করছে, সত্যটা বের করে আনতে অক্লান্ত পরিশ্রম করছেন মিডিয়া কর্মীরা। সত্যটা সবাই জানতে চায়। তাতে আপনার একার সমস্যাটা কোথায় বলেও তাপসীর দিকে প্রশ্ন ছুড়ে দেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ