প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় তিন দশক ধরে বলিউড শাসন করছেন খান সাম্রাজ্যের কিং শাহরুখ খান। বাদশা মানেই বাড়তি উন্মাদনা। সারা বিশ্বে রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। কিন্তু দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে রয়েছেন তিনি। সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে আছেন অভিনেতার নতুন সিনেমার জন্য। এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটলো। রুপালী পর্দায় কামব্যাক করতে চলেছেন এই সুপারস্টার।
গেল বছর যে শাহরুখের সময়টা খুব একটা ভালো যায়নি সেকথা অনেকেরই জানা। কেননা তার অভিনীত কোনো সিনেমাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। চলতি বছরেও কোনো সিনেমা নেই। বাদশার এমন নিরব ভূমিকায় খানিকটা হতাশ তার লাখ লাখ ভক্তরা।
এদিকে সবশেষ ২০১৬ সালের ৩০ আগস্ট নিজের অভিনীত সিনেমার কথা প্রকাশ্যে এনেছিলেন শাহরুখ খান। এরপরে কাটায় কাটায় ৪ বছর কেটে গেলেও নতুন কোনো সিনেমা আসেনি তার।
সম্প্রতি শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজের পুরনো একটি টুইট ভাইরাল হয়েছে। আর সেই পুরনো টুইটেই আশা জেগে উঠেছে কিং ভক্তদের। তাহলে কি সত্যিই নতুন সিনেমার ঘোষণা দিলেন বলিউডের বেতাজ বাদশা!
পরিচালক আনন্দ এল রায়ের পরিচালনায় ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো 'জিরো' সিনেমা। এতে শাহরুখ খান ও দুই বলিউড ডিভা আনুশকা শর্মা এবং ক্যাটরিনা অভিনয় করেন। তারপর আর নতুন কোনো সিনেমাতে দেখা যায়নি শাহরুখকে।
একাধিকবার তার আগামী সিনেমার নাম শোনা গেলেও পাকাপাকিভাবে কিছুই হয়নি। রাজকুমার হিরানি, সিদ্ধার্থ আনন্দ এবং অ্যাটলির নামও উঠে এসেছে কিং খানের কামব্যাক সিনেমায়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। কিন্তু পুরনো টুইটেই গোলযোগ বেঁধেছে শাহরুখ ভক্তদের মনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।