Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীপিকা-ক্যাটরিনাকে টপকে শীর্ষে দিশা পাটানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ৩:২৩ পিএম

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ফিল্মি ক্যারিয়ারের ঝুলিতে জমা পড়েছে মাত্র কয়েকটি সিনেমা। আর তাতেই পর্দায় কিংবা নেটদুনিয়ায় সেনসেশনাল হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি ভারতের সবচেয়ে আবেদনময়ী নারীদের তালিকা প্রকাশ করেছে 'দ্য টাইমস'। এ তালিকায় বলিউডের দুই ডিভা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে টপকে শীর্ষস্থান দখল করেছেন 'মালাং' খ্যাত এই অভিনেত্রী।

প্রতিবারের মতো ২০১৯ সালেও সবচেয়ে আকাঙ্ক্ষিত ৫০ নারীদের তালিকা প্রকাশ করেছে ওই প্রতিষ্ঠানটি। এই তালিকা তৈরী করতে অনলাইন ভোটের পাশাপাশি একটি অভ্যন্তরীণ কমিটিও কাজ করেছে। যেখানে লুক, আত্মবিশ্বাস, মেধা ও স্টাইল প্রাধান্য পেয়েছে। আর সবমিলিয়ে তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছে দিশা পাটানি।

সবচেয়ে আবেদনময়ী নারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন 'মিস ওয়ার্ল্ড'র সুমন রাও। আর তৃতীয় স্থানে ক্যাটরিনা কাইফ এবং তালিকার চতুর্থ আসনে দীপিকা পাড়ুকোন রয়েছেন। এরপরে কিয়ারা আদভানি, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম, অদিতি রাও হায়দারি এবং জ্যাকুলিন ফার্নান্দেজ রয়েছেন।

এ তালিকায় স্থান পেয়েছেন দক্ষিনী অভিনেত্রী সামান্থা আক্কিনেকি ও তারা সুতারিয়া। এমনকি ৩১তম স্থানে রয়েছেন বাঙালি অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এরপরের স্থানে যথাক্রমে উঠে এসেছেন তাপসী পান্নু ও অনন্যা পান্ডের নাম।

উল্লেখ্য, সালমান খানের আগামী সিনেমা 'রাধে'তে দেখা যাবে দিশা পাটানিকে। এই সিনেমাতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা দু'জন। লকডাউনের আগে শুটিং শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ