প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড সুলতান সালমান খান। রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই চমক। তবে শুধু অভিনয়ই নয়, তিনি যে মানবিক সেটা আবারও প্রমাণ করলেন। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাম পুনর্নির্মাণ করে দিলেন 'দাবাং' খ্যাত এই চিত্রতারকা।
সম্প্রতি মহরাষ্ট্রের খিদিরপুর গ্রামের প্রায় ৭০টি বাড়ি পুনর্নিমাণ করে দিয়েছেন সালমান খান। এমনটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন এলাকাটির সাংসদ রাজেন্দ্র পাটিল। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, খিদিরপুরের প্রায় ৭০টির মতো ঘর আবারও তৈরী করা হয়েছে। পাশাপাশি গ্রামের রাস্তাঘাটসহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ শেষের দিকে। আর এই মহৎ উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছেন সালমান খান। এর জন্য ভাইজানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংসদ রাজেন্দ্র।
এদিকে সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রামটির প্রধান হায়দার খান বলেন, আমারদের গ্রামের অবস্থা আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে। গ্রামের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটেছে। এমনকি সবাই স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম। আর এসব কিছু সম্ভব হয়েছে সালমান খানের জন্য। আমরা তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক টুইট বার্তায় সালমান খান জানান, ২০১৯ সালের বন্যায় ভেসে যাওয়া কোলহাপুর জেলার খিদিরপুর গ্রামের পূনর্বাসনের কাজে এলিন গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।
জানা গিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামের প্রতিটি বাড়ি পূনরায় নির্মাণের জন্য ১ লাখ ১০ হাজার টাকা খরচ হয়েছে। আর এর সমস্ত ব্যয়ভার বহন করেছেন সালমান খান ও বেসরকারি প্রতিষ্ঠান এলিন গ্রুপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।