প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) ডেকে পাঠালো সুশান্তের মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। জানা গেছে, শুক্রবার সকাল ১১ টায় সংস্থাটির মুখোমুখি হতে সমন পাঠানো হয়েছে তার বাড়িতে।
এরই মধ্যে নিজের অ্যাপার্টমেন্ট থেকে ডিআরডিও গেস্ট হাউজের উদ্দেশ্যে রওনা হয়েছেন রিয়া। একই মামালায় অভিযুক্ত অভিনেতার সাবেক ম্যানেজার স্যামুয়েল মিরিন্ডাও পৌঁছে গেছেন সিবিআইয়ের দপ্তরে।
মূলত হোয়াটসঅ্যাপ চ্যাটে স্যামুয়েল মিরিন্ডার সঙ্গে রিয়ার মাদক কেনার কথোপকথন ফাঁস হয়ে গিয়েছে গণমাধ্যমে। আর সেকারণেই প্রয়াত অভিনেতার সাবেক ম্যানেজারকে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি একটানা আটদিনের মতো সংস্থার দপ্তরে হাজির হবেন সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিও।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে শৌভিক নতুন কি তথ্য দিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এদিকে তিনটি কেন্দ্রীয় সংস্থার সাঁড়াশি চাপে রয়েছেন রিয়া চক্রবর্তী। তার মধ্যে ইডি, সিবিআই এবং এনসিবি সুশান্তের মৃত্যু মামলা তদন্ত করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।