Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অল্পতেই খুশি থাকতে চান অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ৮:১৯ পিএম

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বয়সের ভারে নুইয়ে পড়লেও, তার বিকল্প যেন ভাবাই যায় না। সিনে পর্দায় শাহেনশার উপস্থিতি মানেই ভক্তদের জন্য নতুন চমক।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন। করোনায় আক্রান্ত হওয়ার পরও হাসপাতালের বেড থেকেই বিগ বি চালিয়ে গেছেন নিজের অ্যাক্টিভিটি। যা দেখে খানিকটা অবাক হয়েছেন অনেকেই।

৭৭ বছর বয়সী অমিতাভ সোশ্যাল মিডিয়াতে কি ফলোয়ার বাড়াতে এসব করেন? প্রশ্ন উঠতেই পারে। কিন্তু তিনি লাইক কিংবা ভার্চুয়াল অনুরাগীদের জন্য যে এসব করেন না, সেটিও স্পষ্ট জানিয়েছেন অভিনেতা।

তবে জনপ্রিয়তার তুঙ্গে থেকেও বাকি তারকাদের মতো তাঁর ইন্সটাগ্রাম পোস্টে বেশি লাইক আসে না। যার কারণও ব্যাখ্যা করেছেন খোদ অমিতাভ বচ্চন। তার কথায়, 'মাঝে মাঝে এটা মেনে নেওয়াই ভালো যে, ইন্সটাগ্রামে বলার মতো কিছুই থাকেনা। আর বড় তারকাদের মতো আমার পোস্টে ২০-৩০ লাখ লাইকও পড়বে না। খুব বেশি হলে ১-২ লাখ লাইক পেতে পারি। সেটাই বা কম কি, আর আমি অল্পতেই খুশি থাকতে চাই।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ