Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন আয়ুষ্মান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ৭:৩২ পিএম

দীর্ঘদিন পর ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি। সকল নির্দেশনা মেনে ইতোমধ্যে শুটিংয়ে ফিরেছেন অনেকেই। আবার কেউ কেউ ফেরার অপেক্ষায় রয়েছেন। এবার বিরতি কাটিয়ে কাজে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন আয়ুষ্মান খুরানা। আর সেজন্য বেশকিছু দিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে চান তিনি।

নির্মাতা অভিষেক কাপুরের আগামী সিনেমায় অ্যাথলেটের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন আয়ুষ্মান খুরানা। নাম ঠিক না হওয়া এই সিনেমাতে তার বিপরীতে দেখা যাবে বানী কাপুরকে।

এ প্রসঙ্গে আয়ুষ্মান আগেই জানিয়েছিলেন, এই সিনেমাতে অভিনয়ের জন্য বড় ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হবে তাকে। নিয়মিত জিম, ডায়েট কন্ট্রোল ও কঠোর পরিশ্রম করতে হবে। নিজের শারীরিক পরিবর্তনের জন্যই এসব করবেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় থেকেও দূরে থাকবেন 'আর্টিকেল ১৫' খ্যাত এই চিত্রতারকা।

শোনা যাচ্ছে, শারীরিক ট্রান্সফরমেশন গোপন রাখতেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আয়ুষ্মান। স্বভাবতই নতুন লুকে দর্শকদের চমকে দিতে চাইছেন অভিনেতা। এমনকি প্রচারের আলো থেকে দূরে থাকতে বর্তমানে চন্ডীগড়ের নিজ বাড়িতে রয়েছেন৷ আর সেখানেই নিজেকে প্রস্তুত করছেন তিনি।
1 Attached Images



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ