প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বৃহস্পতিবার (২৭ আগসট) এই খুশির খবর ভক্তদের মাঝে শেয়ার করে নিলেন আনুশকা-বিরাট দম্পতি।
এদিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে স্বামী বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন আনুশকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'অবশেষে আমরা এখন তিনজন। সে আসছে ২০২১ সালের জানুয়ারিতে।' একই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন বিরাট কোহলিও।
আনুশকা ক্যাপশনে স্পষ্ট করে কিছু না বললেও, ভক্তদের বোঝার বাকি নেই যে বিরুস্কার পরিবারে নতুন সদস্য আসছে। তাদের দু'জনের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা।
নায়িকার মা হওয়ার খবরে স্বস্তির হাওয়া বইছে টিনসেল টাউনেও। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট, তাপসী পান্নু, সামান্থা আক্কিনেনি, মৌনি রায় ও সানিয়া মির্জা সহ অনেকেই।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক রোমে গাঁটছাড়া বাঁধেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। লকডাউনের দিনে নিজেদের কাটানো একান্ত মুহুর্তের নানা ছবি ও ভিডিও ভক্তদের মাঝে শেয়ার করে নিতেও ভোলেননি তারা। আপাতত নতুন সদস্যের অপেক্ষায় প্রহর গুনছেন এই পাওয়ার কাপল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।