Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যান্সারের চিকিৎসায় মার্কিন ভিসা পেলেন সঞ্জয় দত্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১২:০৭ পিএম

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউডের আলোচিত অভিনেতা সঞ্জয় দত্ত। এই জটিল রোগের চিকিৎসা নিতে মার্কিন মুলুকে পাড়ি জমাবেন তিনি। সেখানে তার সঙ্গে যাবেন স্ত্রী মান্যতা দত্ত ও ছোট বোন প্রিয়া দত্ত।

জানা গিয়েছে, আমেরিকার মেমোরিয়াল সোলান কেরাটিং ক্যান্সার সেন্টারে হবে সঞ্জয় দত্তের ক্যান্সারের চিকিৎসা। তবে শুরুতে সেখানে যাওয়ার জন্য অনুমতিই পাচ্ছিলেন না তিনি। যদিও পরে প্রভাবশালী এক বন্ধুর শরণাপন্ন হয়ে আমেরিকার ভিসা হাতে পান। এমনকি খুব শিগগিরই পরিবার সহ দেশটিতে উড়ে যাবেন এই চিত্রতারকা।

আমেরিকার ভিসা না পাওয়ার কারণ হিসেবে প্রথমে শোনা যায়, বর্তমান সঙ্কটের কারণে তাকে ভিসা দেওয়া হচ্ছে না। কিন্তু পরে জানা যায়, ১৯৯৩ সালে মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় তার জড়ানোর জন্যই দেশটিতে যাওয়ার অনুমতি পাচ্ছিলেন না সিনে পর্দার মুন্নাভাই।

সঞ্জয় দত্তের মা অভিনেত্রী নার্গিস দত্ত। তিনিও মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য নার্গিসকে আমেরিকার মেমোরিয়াল সোলান কেরাটিং ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয়েছিলো। এবার একই হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন খোদ সঞ্জয়।

প্রসঙ্গত, মহেশ ভাটের পরিচালনায় 'সড়ক ২'-এর কাজ শেষ করেছেন সঞ্জয় দত্ত। সিনেমাটি ১৯৯১ সালের সড়ক'র সিক্যুয়েল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা ভাট। আছেন আলিয়া ভাট ও আদিত্য কাপুরও। সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ