Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই মুহূর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ: আনুশকা শর্মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১১:২২ এএম

করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে বলিউড। স্বাস্থ্যবিধি মেনে ইতোমধ্যে অনেকেই শুটিংয়ে ফিরেছেন। আবার কেউ কেউ শুটিংয়ের জন্য দেশের বাহিরেও উড়ে গিয়েছেন। কাজে ফিরতে চাইছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। তবে নায়িকার কাছে এই মুহূর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ।

আনুশকা শর্মার ঝুলিতে একাধিক বিজ্ঞাপনের কাজ জমা পড়ে আছে। কিন্তু লকডাউনের জেরে সেসব কাজ বন্ধ। এছাড়া ঘরবন্দি সময়ে বেশকিছু নতুন সিনেমার প্রাথমিক আলাপ সেরেছেন তিনি। সেই সঙ্গে প্রযোজক হিসেবেও দারুণ সাফল্য পেয়েছেন বিরাট পত্নী।

কাজে ফেরার প্রসঙ্গে আনুশকা শর্মা জানান, 'নতুন স্বাভাবিক'-এর সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিতে পারবে বলিউড। কেননা এখানকার অভিনেতা ও কলাকুশলীরা খুবই চটপটে। এটাও সত্যি যে, সেটের পরিবেশ বদলাবে। তবে সেটা আমাদের নিজেদের জন্যই মঙ্গলজনক। এই মহামারীর দিনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

তবে এই মুহুর্তে বেঁচে থাকাটাও আনুশকার কাছে বড় চ্যালেঞ্জের। তার কথায়, বিশ্বজুড়ে চলমান সঙ্কটের কারণে গেল ছয় মাস খুব সতর্কতার সঙ্গে পা ফেলেছেন তিনি। এমনকি তার কাছে এই মুহুর্তে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। কেননা ভবিষ্যৎ পরিকল্পনা করার আগে বর্তমান পরিস্থিতির কথা ভাবতে হচ্ছে তাকে।

নতুন জীবনের উপলব্ধির কথা জানিয়ে আনুশকা বলেন, 'গত তিন বছরে আমি নিজেকে নতুনভাবে চিনেছি। কিন্তু এটা ভাবতে চাই না যে, জীবনে কি কি পেয়েছি শুধুমাত্র সেটা দিয়েই আমার মূল্যায়ন সম্ভব। এখন ঠান্ডা মাথায় চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমার প্রধান লক্ষ্য।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ