Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কঙ্গনাকে বয়কটের ডাক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১০:০৫ এএম

নিজেকে কিভাবে লাইমলাইটে রাখতে হয় সেকথা হয়তো খুব ভালোভাবেই বোঝেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিভিন্ন সময়ে নানা কারণেই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সেটি বিতর্কিত মন্তব্য করেই হোক কিংবা কারো সমালোচনা করে। এবার জাত নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন বলিউড কুইন।

ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন আরো বেশি বিতর্কের সমার্থক হয়ে উঠছেন তিনি। সম্প্রতি ইজাবেল উইলকারসনের লেখা 'কাস্ট: দ্য অরিজিনস অফ আওয়ার ডিসকনটেন্টস' বইটি নিয়ে মন্তব্য করে রোষের মুখে পড়লেন এই চিত্রতারকা।

এই বইটি প্রসঙ্গে নিজের টুইটার হ্যান্ডেলে কঙ্গনা লিখেছেন, আধুনিক যুগের ভারতীয়রা জাতপাতকে প্রত্যাখ্যান করেছেন। এটা এখন আইনের বহির্ভূত বিষয় শুধু গুটি কয়েকজনের লাভের জন্য, যা ইতোমধ্যে ছোট শহরের মানুষেরা জেনে গিয়েছে। শুধুমাত্র আমাদের সংবিধানেই কোটা ব্যবস্থা রয়েছে। চলুন বিষয়টি নিয়ে কথা বলা যাক। মত গড়ে তোলা যাক।

কঙ্গনার এই বিতর্কিত টুইটে খানিকটা নড়েচড়ে বসেছেন নেটজনতারা। ইতোমধ্যে নায়িকাকে বয়কটের দাবিতে সোচ্চারও হয়েছেন তারা। একজন লিখেছেন, 'অর্ধেক শিক্ষা যেন অশিক্ষার থেকেও ভয়ঙ্কর।' আবার কেউ কেউ অভিনেত্রীর পুরোনো প্রসঙ্গও টেনে এনেছেন।

তবে ট্রোলের মুখে পড়ে চুপ থাকার পাত্রী নন কঙ্গনা রানাউত। ট্রোলাদের দিয়েছেন মোক্ষম জবাবও। পাল্টা এক টুইটে অভিনেত্রী লেখেন, আমি জন্ম থেকেই একজন যোদ্ধা। আমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। আমি চাপ নিতে সক্ষম। কিন্তু আমার বৃহত্তর পরিবারের অনেকেই হয়তো সেকথা জানেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ