Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অরিজিতকে বাদ দিয়ে বিপাকে মহেশ ভাট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ২:৫৬ পিএম

'সড়ক ২' নির্মাণের মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর পরিচালনায় ফিরেছেন মহেশ ভাট। কিন্তু সিনেমার প্রথম পোস্টার লুক প্রকাশের পর থেকেই সমালোচিত হচ্ছেন প্রবীন এই নির্মাতা। সিনেমাটি নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ উঠছে। এবার সিনেমাতে অরিজিৎ সিংয়ের গাওয়া গান সরিয়ে অন্য শিল্পীকে দিয়ে গাওয়ানোর অভিযোগ উঠলো মহেশ ভাটের বিরুদ্ধে।

সম্প্রতি 'সড়ক ২'-এর গানের অ্যালবাম প্রকাশ্যে এসেছে। যেখানে মোট ৮টি গানের মধ্যে একটিও গাওয়ানো হয়নি অরিজিতকে দিয়ে। নির্মাতার এমন কান্ডে বেজায় চটেছেন অরিজিৎ ভক্তরা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।

এর আগে সিনেমার গানের শুটিংয়ের কয়েকটি ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন পূজা ভাট। সেই ছবিতে স্পষ্টতই দেখা যাচ্ছে মহেশ ভাট, অরিজিৎ সিং, জিৎ গাঙ্গুলিকে। পাশাপাশি তাদেরকে ওই পোস্টে ট্যাগও করেছিলেন পূজা। ক্যাপশনে লেখেন, 'আমরা সঙ্গীত নির্মাতা এবং আমরা স্বপ্নবাজদের স্বপ্ন দেখাই।'

তবে সম্পূর্ণ অ্যালবাম প্রকাশ্যে আসতেই দেখা গেলো ভিন্নচিত্র। অ্যালবামের একটি গানও অরিজিতকে দিয়ে গাওয়ানো হয়নি। যদিও স্পষ্ট করে জানা যায়নি যে, সিনেমার কোন গানটি গাওয়ার কথা ছিলো অরিজিতের। শোনা যাচ্ছে, তার যে গানটি গাওয়ার কথা ছিলো সেটি জুবিন নটিয়ালকে দিয়ে গাওয়ানো হয়েছে।

আবার কেউ কেউ বলছে, 'শুকরিয়া' শিরোনামের গানটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি। কিন্তু এই গানটি একত্রে গাওয়ার কথা ছিলো অরিজিৎ ও জুবিনের। গানটি প্রকাশ্যে আসার পর থেকেই মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন শিল্পীর ভক্তরা। এমনকি টুইটারে শুরু হয়েছে 'সড়ক ২' বয়কটের দাবি। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি অরিজিৎ কিংবা মহেশ ভাটের কেউই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ