Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে মুক্তি পাবে ‘সূর্যবংশী’ ও ‘৮৩’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১:৪১ পিএম

করোনার জেরে দীর্ঘদিন যাবৎ প্রেক্ষাগৃহ বন্ধ রয়েছে। এমনকি হলের তালা কবে খুলবে তা নিয়েও যথেষ্ট সন্দিহান রয়েছে। এই পরিস্থিতিতে সিনেমা হলের বিকল্প হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন অনেকেই। এরই মধ্যে একাধিক সিনেমা ওটিটি প্রিমিয়ার হয়েছে। এ তালিকায় অমিতাভ বচ্চনের 'গুলাবো সিতাবো', বিদ্যা বালানের 'শকুন্তলা দেবী', জাহ্নবী কাপুরের 'গুঞ্জন সাক্সেনা' মুক্তি পেয়েছে। অপেক্ষায় আছে এক ঝুলি সিনেমা। এবার হয়তো সে তালিকায় যুক্ত হতে যাচ্ছে 'সূর্যবংশী' ও '৮৩' সিনেমা দুটিও।

গেল কয়েকদিন ধরেই বি টাউনের বাতাসে গুঞ্জন, প্রেক্ষাগৃহে নয়, অনলাইন প্ল্যাটফর্মেই মুক্তি পেতে চলেছে রোহিত শেঠির 'সূর্যবংশী' ও কবির খানের '৮৩'। বিগ বাজেটের এই সিনেমা দুটি প্রযোজনা করেছে রিল্যায়েন্স এনটারটেইনমেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংস্থাটির নির্বাহী প্রধান শীবাশিষ সরকারও তেমনটাই ইঙ্গিত দিয়েছেন।

তবে এর আগে শোনা গিয়েছিলো, সিনেমা দুটির নির্মাতারা অনলাইন প্ল্যাটফর্মের দিকে ঝুঁকতে চান না। মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেক্ষাগৃহেই সিনেমা মুক্তি দিতে চান। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান লোকসানের ভার নিতে নারাজ। মুক্তির নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সিনেমার মুক্তি দিতে পারেননি তারা। তাই আর অপেক্ষাও করতে চান না। আর সেকারণেই ওটিটি প্ল্যাটফর্মেই সিনেমা দু'টি মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কোনো পক্ষে থেকেই।

এদিকে রোহিত শেঠির পরিচালনায় নির্মিত হয়েছে পুলিশি অ্যাকশন সিনেমা 'সূর্যবংশী'। এতে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। আছেন অজয় দেবগণ ও রণবীর সিং। সিনেমাটি গেল মার্চে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু সেটি সম্ভব হয়নি। যার কারণ্ব সকলের জানা।

অন্যদিকে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা খেলোয়াড় কপিল দেবের বায়োপিক '৮৩' নির্মাণ করেছেন কবির খান। এতে কপিলের চরিত্রে রণবীর সিং ও তার স্ত্রী রমীর চরিত্রে দীপিকা অভিনয় করেছেন। এই সিনেমাটি ১০ এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো কিন্তু করোনা কারণে তা ভেস্তে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ