বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ শহরের দয়ালের মোড়ে রাস্তার পাশে থাকা সরকারি একটি অ্যাম্বুলেন্সর সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। তবে এঘটনায় কোনো প্রাণহীনর সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ প্রচন্ড শব্দের পর আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্স টি পুড়ে ভস্মিভুত হয়ে যায়।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে আম মোরশেদ জানান, অ্যাম্বুলেন্সের দুইটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে পাশে থাকা বিদ্যুতের তার পুড়ে যায়। এতে শহরের ওই এলাকায় বিদ্যুৎ যোগায়োগ বিচ্ছিন্ন হয়ে পরে। তবে এ অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।