Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্তের নামে ফান্ড, তোপের মুখে একতা কাপুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৭:৫৯ পিএম

বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর দুই মাস কেটে গেছে। অভিনেতার মৃত্যুতে যখন উত্তাল গোটা দেশ, সেই মুহূর্তে সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআইকে দিল সুপ্রিম কোর্ট। এমন খবরে স্বস্তির হাওয়া বইছে গোটা দেশে। এই আনন্দের মুহুর্তেও তোপের মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় প্রযোজক একতা কাপুর।

সুশান্তের মৃত্যুর একমাস যেতে না যেতেই বড় পদক্ষেপ নিয়েছিলেন প্রযোজক একতা কাপুর। জানা গেছে, প্রয়াত অভিনেতার স্মৃতিতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরী করতে 'পবিত্র রিস্তা' নামের একটি ফান্ড গঠন করেছিলেন একতা। জি-ফাইভ ইন্ডিয়ার প্রধান নির্বাহী তরুন কাটিয়ালের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিলো। পবিত্র রিস্তা তহবিলে যে পরিমান অর্থ জোগার হবে, তার সবটাই মানসিক স্বাস্থ্য সচেতনতার প্রচারে খরচ করা হবে বলেও জানা যায়।

এর আগে বিষয়টি সম্পর্কে একতা কাপুর জানিয়েছিলেন, বর্তমান সঙ্কটের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। কাজের চাপ থেকে বেকারত্বের সমস্যা সবকিছুতেই মানসিক চাপ ক্রমশই বাড়ছে। তাই পবিত্র রিস্তা ফান্ডের অর্থ দিয়ে মানসিকভাবে সুস্থ থাকার দিকগুলো জানানো হবে।

এতদূর সবকিছু ঠিক থাকলেও ফান্ডের পোস্টারে গিয়েই বাঁধলো বিপত্তি। কেননা 'পবিত্র রিস্তা'র ফান্ডে সুশান্তের ছবি ব্যবহার করা হয়েছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একতাকে নিষিদ্ধের দাবি উঠেছে। তাদের কথায়, 'সুশান্তের ছবি ব্যবহার করে যে ব্যবসা শুরু হয়েছে, এবার সেসব বন্ধ হোক।' পাশাপাশি হ্যাশট্যাগ 'সেম অন একতা কাপুর' ট্রেন্ডও শুরু হয়েছে।

এহেন উত্তাল পরিস্থিতিতে 'পবিত্র রিস্তা' ফান্ড থেকে সরে দাঁড়িয়েছেন একতা কাপুর। বুধবার (১৯ আগস্ট) এক টুইট বার্তায় তিনি জানান, এই ফান্ড তিনি তৈরী করেননি। এই উদ্যোগটি নিয়েছিলো জি ফাইভ। আমি শুধু তাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। তবে বর্তমানে তৈরী হওয়া পরিস্থিতিতে এই প্রজেক্ট থেকে সরে যাচ্ছেন বলেও স্পষ্ট জানিয়েছেন এই প্রযোজক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ