Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ভিলেন চরিত্রে সাইফ আলী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৬:৪২ পিএম

সম্প্রতি বলিউড নির্মাতা ওম রাউত তার আগামী সিনেমার নাম ঘোষণা দিয়েছেন। এর নাম 'আদিপুরুষ'। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিনী সুপারস্টার প্রভাসকে। এবার শোনা গেল, সিনেমাতে ভিলেন চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

বিষয়টি সম্পর্কে ওম রাউতের ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমে জানিয়েছেন, 'হ্যাঁ, সাইফ এই সিনেমাতে থাকছেন। কেননা নির্মাতার 'তানহাজি'তে সাইফের দুর্দান্ত অভিনয়ের জন্যই তাকে আবারও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।'

এই সিনেমাতে সাইফের চরিত্র সম্পর্কে সূত্রটি বলেন, 'এখানে ওম রাউত তাকে ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য নিয়ে এসেছেন। এই সিনেমাতে প্রভাসের বিপরীতে একটি শক্তিশালী চরিত্রের প্রয়োজন ছিলো। তাই আদিপুরুষে সাইফকে নেওয়া হচ্ছে।'

জানা গেছে, খুব শিগগিরই সাইফ আলীর চুক্তিবদ্ধ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সব ঠিক থাকলে ২০২১ সালের মাঝামাঝি সময়ে সিনেমার শুটিং শুরু হবে। আর ২০২২ সালের শুরুতে বিগ বাজেটের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রাথমিক পর্যায়ে সিনেমাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা।

থ্রি-ডি অ্যাকশনে ভরপুর সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রাজেশ নায়ের। ইতোমধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ