Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গনাকে নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১১:১৫ এএম

স্বজনপ্রীতি ইস্যুতে এবার কঙ্গনা রানাউতের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বর্ষীয়ান এই চিত্রতারকা।

এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহকে স্বজনপোষণ এবং মুভি মাফিয়াদের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, 'অর্ধশিক্ষিত উঠতি অভিনেত্রীর কথা কেউ শুনতে চায় না, যে কিনা নিজেই ঠিক করে নিয়েছে সুশান্তের জন্য বিচার পাওয়ার।' নাম না করলেও এই তীর যে কঙ্গনার দিকেই ছুড়েছেন অভিনেতা, তা বলাই বাহুল্য।

নাসিরুদ্দিন আরো বলেন, 'আমাদের সকলের আইনের উপর ভরসা রাখা উচিত। কেননা বিচারের মাধ্যমেই সঠিক তথ্য বেরিয়ে আসবে। এর জন্য অন্যদের মাতামাতির প্রয়োজন নেই।'

তবে অভিনেতাকে সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন কঙ্গনা রানাউত। এক টুইট বার্তায় কড়া ভাষায় আক্রমণ করেন নায়িকাও। এমনকি তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন বলেই নাসির এমন কথা বলতে পারলেন বলেও প্রশ্ন তোলেন বলিউড কুইন।

নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে কঙ্গনা লিখেছেন, 'আপনাকে ধন্যবাদ নাসির জি। আমার পাওয়া সকল পুরস্কার ও সম্মাননা যেটা আমার সমসাময়িক কেউ পায়নি, সেগুলোকে স্বজনপোষণের দাড়িপাল্লায় মাপার জন্য। এটা আমার জন্য নতুন নয়, কিন্তু আমি প্রকাশ পাড়ুকোন কিংবা অনিল কাপুরের মেয়ে হলে এ কথা বলতে পারতেন তো।'

একই টুইটে বিনয়ের সুরে কঙ্গনা লেখেন, এত বড় মাপের অভিনেতার কটুক্তিও আশীর্বাদের মতো। গেল বছর নাসির যে তার অভিনয় শৈলীর প্রশংসা করেছিলেন সে কথাও জানাতে ভোলেননি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ