Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহম্মদপুরে ভ্যানচালক খুন

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর পিয়াদাপাড়া গ্রামে সামাজিক দলাদলির প্রতিহিংসার শিকার হয়ে গত সোমবার রাতে মাসুদ শেখ (৩৬) নামে এক ভ্যানচালক খুন হয়েছে। সে পিয়াদাপাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে।

জানা যায়, জমিজমা ও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে পিয়াদাপাড়া গ্রামটি ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছে কালাম মেম্বর এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মাতবর নূর মোহাম্মদ। নানা বিষয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় ভ্যানচালক মাসুদ শেখ নহটা থেকে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে কালাম মেম্বরের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। পরে এলাকাবাসি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীরা জানান, ভ্যানচালক মাসুদ শেখের সাথে কারো কোন শত্রুতা ও কথা কাটাকাটি বা কোনো রকম ঝামেলা ছিল না। সে নূর মোহম্মদের দলের সদস্য।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ