Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গনার বিরুদ্ধে সোনাক্ষীর ক্ষোভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১১:২৪ এএম

বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ নতুন কিছু নয়। তবে সুশান্তের মৃত্যুর পর বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, মুভি মাফিয়ারা ষড়যন্ত্র করে সুশান্তের ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছিলো বলেও অভিযোগ এনেছিলেন কঙ্গনা রানাউত। এবার স্বজনপ্রীতি ইস্যুতে কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আরেক বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

একটি অপমৃত্যুই যে পুরো বলিউড ইন্ডাস্ট্রির ভিত নাড়িয়ে দিয়ে যাবে, সেকথা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। তার মৃত্যুতে বেছে বেছে তারকা সন্তানদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছে নেটিজেনরা। সেই আগুনে বরাবরই ঘি ঢেলেছেন কঙ্গনা। এবার নাম না করেই অভিনেত্রীকে অভিযোগে বিধলেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন সোনাক্ষী। সেখানে অভিযোগের নিশানা কঙ্গনার দিকে ছুড়ে দিয়ে তিনি লেখেন, 'এটা দেখে আমি বিস্মিত হচ্ছি যে, স্বজনপ্রীতি নিয়ে যিনি এত চর্চা করছেন, তার বোনই একের পর এক কাজ পাচ্ছেন। আমি সত্যিই মনি করি না এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার দরকার আছে।'

কঙ্গনা রানাউতের বোন রাঙ্গোলি চান্ডেল অভিনেত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করছেন। এমনকি নায়িকার মুখপাত্রও তিনি। বলিউডের কোন ম্যানেজমেন্ট কোম্পানি তার কাজ সামলাতে পারতো না নাকি নিতে চায়নি? কঙ্গনার নাম বা করেই এমন প্রশ্ন তুলেছেন সোনাক্ষী সিনহা

তারকা সন্তান হওয়ার কারণে তিনি যে সুবিধা পেয়েছেন সেকথাও স্বীকার করতে ভোলেননি সোনাক্ষী। তার কথায়, আমার বাবা কোনোদিনই প্রযোজকদের ফোন করে বলেননি তার মেয়েকে কাজ দিতে। ২০১০ সালে দাবাং এর প্রস্তাব পাই। সালমানের পরিবারের পূর্ব পরিচিত হওয়াতে এই সুযোগটা পেয়েছিলাম। আমাকে দেখে তাদের মনে হয়েছিল যে, এই চরিত্রের জন্য আমাকে নেওয়া যেতে পারে। আমি সুযোগটা পেয়েছিলাম। কিন্তু তার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ