Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির প্রশংসা করে ট্রোলিংয়ের শিকার কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১০:৫১ এএম

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ক্যারিয়ারে যতটা সাফল্য পেয়েছেন, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন বিতর্কিত মন্তব্য করে। বিভিন্ন সময়ে নানা ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে তাকে। কোনো কিছুর জবাব দিতে গিয়ে চড়া সুরে কথা বলতেও দ্বিধা করেন না তিনি। কিন্তু এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ট্রোলিংয়ের শিকার হলেন বলিউডের বিতর্কিত কুইন।

সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে মাইক্রোব্লগিং সাইটে একটি পোস্ট শেয়ার করেন কঙ্গনা। আর সেই পোস্টটি প্রকাশ্যে আসতেই ট্রোলিংয়ের শিকার হন অভিনেত্রী। তবে সমালোচকদের জবাব দিতেও ভোলেননি 'মণিকর্ণিকা' খ্যাত এই চিত্রতারকা।

এক টুইট বার্তায় কঙ্গনা জানিয়েছেন, 'সবাই ভাবেন যে, আমি মোদিজীর প্রশংসা করি বিজেপিতে যোগ দেওয়ার জন্য। হয়তো এটা জানেন না আমার পুরো বাড়িটাই কংগ্রেসের। আমার দাদু সারাজীবন কংগ্রেসের রাজনীতি করেছেন। 'গ্যাংস্টার' মুক্তির পর থেকেই আমার কাছে রাজনীতির অফার আসতে থাকে। কিন্তু সেই সুযোগ আমি নিতে চাইনি।'

কঙ্গনা আরও বলেন, মণিকর্ণিকাতে অভিনয়ের পর বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব আসে। কিন্তু আমি অভিনয় নিয়ে থাকতে চাই। তাই কোনো ব্যক্তির কাজকে স্বাধীনভাবে সমর্থন করা মানে এই নয় যে আমি রাজনীতিতে যোগ দিচ্ছি। এই অনর্থক ট্রোলিং বন্ধ হোক।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরপরই বলিউডের নামী তারকাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন কঙ্গনা। এমনকি সুশান্তের মৃত্যুর কারণ যে স্বজনপোষণই, সেটিও বারবার চ্যালেঞ্জ করে বলেছেন নায়িকা। শুধু তাই নয়, যদি তার কথাগুলো প্রমাণ করতে না পারেন তাহলে 'পদ্মশ্রী' ফিরিয়ে দিবেন বলেও মন্তব্য করেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ