Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পূর্ব ভূমধ্যসাগরে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

তেল ও গ্যাস অনুসন্ধানে তুরস্ককে থামাতে পূর্ব-ভ‚মধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। বুধবার এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, পূর্ব-ভ‚মধ্যসাগরে তুরস্ককে অবিলম্বে তেল ও গ্যাসের খোঁজ বন্ধ করতে হবে। স¤প্রতি কাস্টেলপারিসো দ্বীপের কাছে তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য জাহাজ পাঠিয়েছে তুরস্ক। ফ্রান্সের দাবি, ঐ বিতর্কিত অঞ্চলে আঙ্কারার এমন কাজের অধিকার নেই। একই বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে বিবৃতি দিয়েছে গ্রিস। মাখোঁর দফতর বলছে, পূর্ব-ভ‚মধ্যসাগরে ফ্রান্স সাময়িকভাবে সামরিক উপস্থিতি জোরদার করে সেখানকার পরিস্থিতির উপর গভীর নজর রাখবে। যেন ঐ এলাকায় কেউ আন্তর্জাতিক আইন না ভঙ্গ করে। তুরস্ক ও গ্রিস প্রতিবেশী দু’দেশই ন্যাটোর অন্তর্ভুক্ত। নতুন এই উত্তেজনা নিয়ে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস সঙ্গে ফোনে আলাপ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। বিতর্কিত এলাকায় আঙ্কারার একতরফা সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে আলোচনার আহŸান জানিয়েছেন প্রেসিডেন্ট মাখোঁ। স¤প্রতি তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। গ্রিসের পাশে রোডস, কারপাথোস এবং কাস্টেলপারিসো দ্বীপের কাছে গবেষণার জন্য জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় তুরস্ক। তারপরই গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়ে। এথেন্স তেল ও গ্যাসের লাভের অংশ দিচ্ছে না বলে বার বার অভিযোগ করে আসছে আঙ্কারা। তবে, এ বিষয়ে উল্টো তুরস্কের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে গ্রিস। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম সাইপ্রাসের দিকে পর্যবেক্ষণকারী যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে এথেন্স। দু’দেশের এমন পাল্টাপাল্টি পদক্ষেপ পূর্ব-ভ‚মধ্যসাগরে যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রবল। এদিকে এ বিষয়ে ফ্রান্সের নাক গলানোর বিষয়টিও ঐ অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ফ্রান্স২৪, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ