Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ের জন্য কারো চাটুকারিতা করিনি: রাবিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১:২০ পিএম

বি টাউনে শুরু হয়েছে নেপোটিজম বিতর্ক। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অনেকেই। এবার বিষয়টি নিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন।

রাবিনার ট্যান্ডন বলেন, সিনেমাতে সুযোগ পাওয়ার জন্য কোনো অভিনেতার সঙ্গে বেড শেয়ার করেননি তিনি। আর এজন্য তাকে 'বদমেজাজি' তকমা দেওয়া হয়েছে। এমনকি নিজের স্বার্থের জন্য কোনও দিনই কারো সঙ্গে চাটুকারিতা করেননি বলেও মন্তব্য করেন এই চিত্রতারকা।

রাবিনার কথায়, 'স্বজনপ্রীতি শুধু এখনই নয়, এর আগেও ছিলো। তারকাদের কয়েকজন পছন্দের মানুষ ছিলেন যারা তাদের সম্পর্কে শুধু ভালো কথায় বলতেন। কিন্তু তিনি কোনওদিন কারো অন্যায় করেননি কিংবা কোনো অন্যায় দাবি মেনে নেননি।'

পাশাপাশি বলিউডের 'মিন গ্যাংস গার্ল'র বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন রাবিনা। এক টুইট বার্তায় নায়িকা লেখেন, 'ইন্ডাস্ট্রিতে 'মিন গার্লস গ্যাং' রয়েছে। যারা অন্যকে নিয়ে ব্যঙ্গ করা, হিরোদের দিয়ে সিনেমা থেকে বাদ দেওয়া, হাতপোষা সাংবাদিক ও নেতিবাচক কথাবার্তা বলে ক্যারিয়ার নষ্ট করে দেয়। এখানে স্ট্রাগল করে টিকে থাকতে হয়। কেউ পারে আবার কেউ পারে না।'

তিনি আরও বলেন, 'যখন আপনি সত্যি কথাটা বলেন, তখন আপনাকে মিথ্যুক ও পাগল বলে গালি দেওয়া হয়। ইন্ডাস্ট্রিতে আমার জন্য, আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু কারোর কারোর নোংরা রাজনীতি খারাপ প্রভাব ফেলে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ