Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে যুবক খুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর ঈদগাঁ পুকুর থেকে আব্দুল্লাহ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। গতকাল দুপুর আড়াইটায় তার লাশ উদ্ধার করা হয়। সে মাসদাইর গুদারাঘাট এলাকার হানিফ মিয়ার ছেলে।
নিহতের বাবা হানিফ জানান, গত মঙ্গলবার বিকালে আব্দুল্লাহ এলাকার কয়েকজন ছেলের সঙ্গে ঝগড়া করে। পরে তিনি তা জেনে ছেলেকে চর থাপ্পর দেন। এরপর সে বাসা থেকে বের হয়ে যায়। গতকাল ভোরে তার মোবাইলে একজন সিএনজিচালক ফোন করে বলেন আপনার ছেলে গুলিস্তানে আছে। তার কাছে ভাড়া নেই। আমি তখন তাকে বলি ওকে নিয়ে চাষাঢ়ায় এসে আমাকে ফোন দাও। আমি ভাড়া দিয়ে দিবো। এরপর আর কোনো ফোন তিনি পাননি।
পুলিশ জানায়, তাকে হত্যার পর সিএনজিতে ভরে দরজা বন্ধ করে পুকুরে ফেলে দেয়া হয়। এ ব্যাপারে নিহতের বাবা কাউকে সন্দেহ করতে পারছেন না বলেও তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ