প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি করোনামুক্ত হয়ে বাড়িতে ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্যা। এমন খবরে স্বস্তির হাওয়া বইছে বচ্চন পরিবারে।
এই প্রাণঘাতী সংক্রমণ জয় করে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন অ্যাশ। সেখানে তিনি লিখেছেন, 'আরাধ্যা, পাপা (অমিতাভ), অভিষেক ও আমার জন্য আপনারা যেভাবে প্রার্থনা করেছেন, উদ্বিগ্ন ছিলেন, যত ভালোবাসা পেয়েছি, সবকিছুর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।'
ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঐশ্বরিয়া আরও লিখেছেন, 'আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও প্রার্থনা। আপনাদের সকলের প্রতি আমি চির কৃতজ্ঞ।'
এর আগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ১২ জুলাই মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হন মা ও মেয়ে। সেখানে টানা দুই সপ্তাহ আইসোলেশনে থেকে চিকিৎসা নেন তারা। পরে করোনা রিপোর্ট নেগেটিভ আসলে বান্দ্রার বাংলো 'জলসা'তে ফেরেন বচ্চন পরিবারের এই দুই সদস্য।
তবে করোনামুক্ত না হওয়াতে এখনো নানাবতি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। জানা গেছে, খুব শিগগিরই তাদের দু'জনকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।