Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নৃত্যশিল্পীদের পাশে দাঁড়ালেন হৃতিক রোশন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ৬:০৯ পিএম

বৈশ্বিক মহামারী করোনার জেরে দীর্ঘদিন ধরে বলিউডে সিনেমার শুটিং বন্ধ ছিলো। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের অনুমতি মিলেছে। তবে স্বল্প সংখ্যক কলাকুশলী নিয়ে কাজ করতে হবে। আর সেকারণে সিনেমা পাড়ার অনেকেই বেকার হয়ে পড়ছেন। সেই তালিকায় শীর্ষে আছেন ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীরা। এবার বিপাকে পড়া ১০০ নৃত্যশিল্পীর পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা হৃতিক রোশন।

দীর্ঘদিন ধরে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন চলচ্চিত্রের অসংখ্য ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীরা। স্বভাবতই অসহায়ের মতো দিন যাপন করছেন তারা। এবার তেমনই ১০০ জন শিল্পীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠালেন হৃতিক। জানা যায়, এদের সকলের সঙ্গে বিভিন্ন সময়ে কাজ করেছেন তিনি। নিজেদের দুর্দিনে অভিনেতার এমন আর্থিক সাহায্য পেয়ে আবেগাপ্লুত ওই নৃত্যশিল্পীরা।

হৃতিকের আর্থিক সহায়তার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন বি টাউনের কো-অর্ডিনেটর রাজ সুরানি। তিনি বলেন, 'এমন দুর্দিনে ১০০ জন শিল্পীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন হৃতিক। কাজ না পেয়ে অনেকেই গ্রামে চলে গিয়েছেন। কেউ কেউ আবার করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এমন পরিস্থিতিতে অভিনেতার এই সাহায্য তাদের অনেক কাজে দিবে।'

কাজের ক্ষেত্রে হৃতিক রোশনকে সবশেষ দেখা গিয়েছিলো 'ওয়্যার' সিনেমাতে। এরপর নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি নায়ক। তবে গেল কয়েকদিন ধরে বলিউডে জোর গুঞ্জন, অভিনেতার আগামী সিনেমা হতে যাচ্ছে 'কৃষ ৪'। এটি পরিচালনা করছেন রাকেশ রোশন। শোনা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই বিদেশের মাটিতে শুটিং করতে যাবে সিনেমার পুরো টিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ