প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। অভিনয়ের খাতিরে দর্শকদের সামনে নানা চরিত্রে হাজির হয়েছেন তিনি। বর্তমানে গণিতবিদ শকুন্তলা দেবীর বায়োপিক নিয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা। তবে এবারই প্রথম নয়, এর আগেও ডার্টি পিকচার, এক আলবেলা, মিশন মঙ্গলের মতো সিনেমাতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।
এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন, 'তার হাতে একাধিক বায়োপিকের অফার আছে। কিন্তু তিনি নিজে করতে চান ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন নির্ভর সিনেমা।' অভিনেত্রীর কথায়, 'যখনই তিনি ক্ষমতাধর নারীর কথা ভাবেন তখনই ইন্দিরার কথা মনে পড়ে যায় তার।'
তবে এর আগেও একাধিকবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন বিদ্যা বালান। গেল বছরের গোড়ার দিকে শোনা গিয়েছিলো, এক ওয়েব সিরিজে তাকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে। যদিও সিরিজটি এখনও আলোর মুখ দেখেনি।
এদিকে আগামী ৩১ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে 'শকুন্তলা দেবী' সিনেমাটি। এতে শকুন্তলার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। এছাড়া দেখা যাবে যীশু সেনগুপ্ত, সানিয়া মালহোত্রা এবং অমিত সাধকে।
সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকে দর্শক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। পাশাপাশি নায়িকার সাবলীল অভিনয়ের প্রশংসা করেছেন নেটিজেনরাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।