প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের গ্যাং বা দলবাজি নিয়ে এবার মুখ খুললেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, একটি দল আছে, যারা তাকে নিয়ে গুজব রটাচ্ছেন বলেও অভিযোগ এনেছেন খ্যাতনামা এই সঙ্গীতশিল্পী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, 'যে কোনো ভালো সিনেমার জন্য আমার না নেই। তবে একটা দল আছে, যারা আমাকে নিয়ে গুজব ছড়াচ্ছে। আর সেখানেই সমস্যাটা তৈরী হচ্ছে।'
এই সঙ্গীত পরিচালকের সবশেষ সিনেমা মুকেশ ছাবরার 'দিল বেচারা'। শিল্পীর কথায়, 'এই সিনেমার পরিচালক মুকেশ যখন আমার কাছে আসে, তখন আমি তাকে দুই দিনের মধ্যে গান তৈরী করে দিয়েছিলাম।' মুকেশ আমাকে বলেছিলো, 'স্যার অনেকেই আপনার কাছে আসতে নিষেধ করেছিল। আসলেও কাজের কাজ হবে না। এমন ধরনের নানা গল্প শুনিয়েছে অনেকেই।'
'মুকেশের কথা শোনার পর বুঝতে পারলাম কেন আমি ভালো সিনেমার কাজ কম পাচ্ছি। গ্যাংয়ের কারণে কিছু ডার্ক ছবি আমাকে বেছে নিতে হয়েছে। দিনের পর দিনে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা আমি কাউকে বুঝতে দেয়নি, যে তারা আমার ক্ষতি করছে।' যোগ করে বলেন রহমান।
সবশেষে তিনি আরও বলেন, 'সঙ্গীত প্রেমীরা আমার কাছে অনেক কিছুই প্রত্যাশা করেন। কিন্তু সেই দল আমাকে ভালো কাজ করতে দিচ্ছে না। তবে আমি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী। এমনকি, সবাইকে বলি আপনারা ভালো সিনেমা নির্মাণ করুন। আর ভালো সিনেমাতে আমি সবসময় কাজ করব।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।