Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাই পুলিশের নজরে দীপিকা-প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ৬:৩০ পিএম

মুম্বাই পুলিশের নজরে রয়েছেন বলিউডের দুই ডিভা দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, পুলিশি জেরার মুখেও পড়তে পারেন এই দুই সুন্দরী! এমনটি গেল কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। সবকিছু তো ঠিকই ছিলো, তাহলে হঠাৎই তাদের দুজনকে তলব কেন?

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট রয়েছে দীপিকা ও প্রিয়াঙ্কার। এই আইডিগুলো শুধুমাত্র নিজেদের ফলোয়ার বাড়ানোর কাজেই ব্যবহার হয় বলে অভিযোগ। এমনকি, এই কাজের জন্য দিনের পর দিন তাদের অর্থ দিয়ে আসছেন তারা দু'জন।

মুম্বাই পুলিশের কাছে এমন অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই দীপিকা ও প্রিয়াঙ্কাকে হাজিরা দিতে হতে পারে থানায়! এরই মধ্যে তাদের দু'জনের বাড়ির ঠিকানাই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে এক নারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। যিনি দীপিকা ও প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল মার্কেটিংয়ের সাইট দেখভাল করেন। তার নির্দেশনাতে একটি টিম ভুয়া আইডি দিয়ে নায়িকার ফলোয়ার বাড়ানোর কাজ করেন। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাদের দু'জনই।

তবে শুধু দীপিকা ও প্রিয়াঙ্কাই নন, এই ফেক আইডি স্ক্যামে জিজ্ঞাসাবাদ করা হবে আরও ১৭৪ জন নামি ব্যক্তিদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ