Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের ফার্মহাউসেই ‘বিগ বস’র শুটিং, বদলে যাচ্ছে নিয়ম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১:০৭ পিএম

লকডাউনের শুরু থেকেই পানভেলের ফার্মহাউসে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখান থেকেই একাধিক ভিডিওচিত্র নির্মাণ করে ভক্তদের উপহার দিয়েছেন ভাইজান। এবার সেই ধারাবাহিকতায় বাগান বাড়িতেই টিভি গেম শো ‘বিগ বস ১৪’র শুটিং শুরু করতে চলেছেন সুলতান। পাশাপাশি বর্তমান সঙ্কটের কারণে বদলে যাচ্ছে শোয়ের একাধিক নিয়মও।

জানা গেছে, করোনা আবহের কথা মাথায় রেখে টেলিভিশনের জনপ্রিয় শো ‘বিগ বস’র ফরম্যাট একেবারেই বদলে ফেলেছেন শোয়ের নির্মাতারা। প্রতিযোগীদের সুরক্ষার কথা ভেবে মুম্বাইয়ের কোনো স্টুডিওতে নয়, বরং সালমান খানের পানভেলের ফার্মহাউসে এর দৃশ্যায়ন হবে। পাশাপাশি কমানো হবে প্রতিযোগীদের পারিশ্রমিকও। ফলে ১৪ তম আসরের অংশগ্রহণকারীদের আগে থেকেই প্যাকেজ ঠিক করে নেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে সুরক্ষাবিধি মেনে ‘বিগ বস’র বাড়িতে প্রবেশের আগে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে তবেই মিলবে ছাড়পত্র। এমনকি, শুটিং সেটে স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে সরকারি নিয়ম মানা কতটা সম্ভব? সেই প্রশ্ন থেকেই যায়।

শোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘বিগ বস ১৪’-এর শুটিং। আপাতত অনলাইনে প্রতিযোগিদের আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই তাদের বাছাইপর্ব শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ