Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতায় ৭২ তালেবান নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

আফগানিস্তানে সহিংসতায় অন্তত ৭২ তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনী জানায়, তিন প্রদেশে অভিযানকালে সংঘর্ষে নিহত হন তারা। নিহতদের মধ্যে চারজন ঊর্ধ্বতন কমান্ডারও রয়েছেন। এক বিবৃতিতে আফগান ন্যাশনাল আর্মি জানায়, একদিনে বালখ, ফারিয়াব ও সার-আই-পাল প্রদেশে পদাতিক ও বিমান হামলায় আরও ৩২ জন আহত হয়েছে। সপ্তাহের শুরুর দিকে তালেবান হামলায় উত্তর আফগানিস্তানে ৩৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও ৬০ জন আহত হয়েছে। গত ১২ জুলাই আফগান সরকার ও আন্তর্জাতিক স¤প্রদায়ের শান্তি আলোচনায় বসার আহŸানকে প্রত্যাখান করেছে তালেবানরা। চলমান বিদ্রোহের ক্ষেত্রে এখনও কোনো বিকল্প খুঁজে পায়নি বলে তারা জানিয়েছে। তালেবানদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদের একাধিক টুইটে বলা হয়েছে, চলমান সহিংসতার অবসান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহা চুক্তির বাস্তবায়ন ও আফগানিস্তানের ভেতরেও সমঝোতা প্রয়োজন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ