Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে টুইটার হ্যাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

একাধিক প্রভাবশালী টুইটার একাউন্ট হ্যাকের ঘটনা ঘটেছে। বুধবার একসঙ্গে এসব একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। যাদের একাউন্ট হ্যাক হয়েছে তাদের মধ্যে রয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন, প্রভাবশালী টেলিভিশন তারকা কিম কারদাশিয়ান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ধনকুবের এলন মাস্ক ও বিল গেটস। হ্যাক করার পর এসব একাউন্ট থেকে হ্যাকাররা বিভিন্ন পোস্ট দেয়। এতে তারা নিজেদের ব্যাংক একাউন্টে অর্থ পাঠানোর আহবান জানায়। জো বাইডেনের হ্যাক হওয়া টুইটার একাউন্ট থেকে বলা হয়, আমাকে ১০০০ ডলার পাঠালে আমি ২০০০ ডলার ব্যাক করব। তবে এসব পোস্ট দ্রæতই ডিলিট করে দিতে সক্ষম হয় টুইটার। এদিকে টুইটার জানিয়েছে, বড় ধরণের নিরাপত্তাজনিত সমস্যায় পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। ফলে প্রায় ১৬ কোটি ব্যবহারকারী হয়ত কিছু সময়ের জন্য টুইট করতে পারবে না। আল-জাজিরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুইটার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ