প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জগদীপ। বুধবার (৮ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮১ বছর।
বুধবার (৮ জুলাই) আনুমানিক রাত ৮ টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে মুম্বাইয়ের বান্দ্রার নিজে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী বেগম জাফরী ও দুই সন্তান অভিনেতা জাভেদ জাফরী ও নৃত্যশিল্পী নাভেদ জাফরীকে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে কালো মেঘের ছায়া।
বলিউড ইন্ডাস্ট্রিতে 'জগদীপ' নামেই সবাই তাকে চিনতেন। সত্তর দশকের তুমুল জনপ্রিয় সিনেমা 'শোলে'তে সুরমা ভুপালির চরিত্রে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা পান তিনি। কমেডিয়ান জগদীপের আসল নাম 'সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরী'।
নির্মাতা বিমল রায়ের পরিচালনায় ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত 'দো বিঘা জমিন' সিনেমাতে শিশুশিল্পী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন তিনি।
ছয় দশকের ক্যারিয়ারে প্রায় ৪ শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেতা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- 'শোলে' 'আন্দাজ আপনা আপনা', 'নাগিন'-এর মতো অসংখ্য সুপারহিট সিনেমা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।