Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মাইলফলক স্পর্শ করলেন দীপিকা পাড়ুকোন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ৫:৫২ পিএম

বি টাউনে যে'কজন নায়িকা আছেন তাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। অভিনয় দক্ষতা ও গ্ল্যামার্স উপস্থিতি দিয়ে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। শুধু তাই নয়, সিনেমা প্রতি পারিশ্রমিকের তুলনাতেও সবার চেয়ে এগিয়ে তিনি। এবার নতুন মাইলফলক স্পর্শ করলেন এই চিত্রতারকা।

সম্প্রতি দীপিকার ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে অনুরাগীদের সংখ্যা ৫ কোটি ছাড়ালো। ভক্তদের এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত নায়িকা। সেই উপলক্ষে ভক্তদের নতুন একটি ভিডিও উপহার দিবেন বলেও জানিয়েছেন রণবীর সিংয়ের ঘরণী।

লকডাউনের দিনে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী। স্বামীর সঙ্গে কাটানো নানা মুহুর্তের ছবি ও ভিডিও শেয়ার করছেন তিনি। বাদ যাচ্ছে না, প্রেমজীবন, ভালোবাসা ও মানসিক অবসাদের বিষয়ও। সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজের জীবনের অভিজ্ঞতা।

এদিকে 'শকুন বাত্রা'র পরের সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করছেন দীপিকা পাড়ুকোন। অবসরের দিনে নতুন সিনেমার স্ক্রিপ্ট রিডিং সারছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ