Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে নতুন পালক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ৩:২৭ পিএম

বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি সিনেমার পাশাপাশি হলিউডেও নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয় তো বটেই, নিজের গ্ল্যামার্স উপস্থিতি দিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার নায়িকার মুকুটে যুক্ত হতে যাচ্ছে নতুন পালক!

হলিউডের জনপ্রিয় অভিনেতা কিয়ানু রিসভের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি 'ম্যাট্রিক্স ৪' সিনেমাতে অভিনয় করছেন দেশি গার্ল। এছাড়াও সিনেমাতে দেখা যাবে ক্যারি অ্যানি মস, ইয়াহিয়া আব্দুল মাতিন ও নীল প্যাট্রিক্স হ্যারিসকে।

বিশ্বজুড়ে লকডাউনের শুরু হওয়ার আগে মার্কিন মুলুকের সান ফ্রান্সিসকোতে সিনেমাটির প্র‍থম পর্বের শুটিং শুরু হয়েছিল। যদিও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে সিনেমাটির বাকি অংশের কাজ ফের শুরু হয়েছে। এরই মধ্যে বার্লিনে শুটিংয়ে অংশ নিয়েছেন পিগি চপস।

জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ১লা এপ্রিল 'ম্যাট্রিক্স ৪' সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিগ বাজেটের জনপ্রিয় এই সিরিজে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা।

এই সিরিজের প্রথম সিনেমা 'দ্য ম্যাট্রিক্স' মুক্তি পায় ১৯৯৯ সালে। সেসময় সিনেমাটি বক্স অফিসে সুপারহিট তকমা পেয়েছিল।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও বেশ মনোযোগ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। গেল কয়েকদিন আগে অনলাইন স্ট্রিমিং সার্ভিস অ্যামাজন প্রাইমের সঙ্গে কোটি ডলারের চুক্তি করেছেন দেশি গার্ল। মূলত নতুন প্রতিভাবানদের সুযোগ দিতেই এই উদ্যোগে শামিল হয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ