প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিতর্ক ও অভিযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড সুপারস্টার সালমান খানের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক অভিযোগে বিদ্ধ ভাইজান। স্বজনপ্রীতি, খুন কিংবা দলবাজির অভিযোগ এনে অভিনেতাকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন বলিউডের একাংশ এবং নেটিজেনরা। এবার সুলতানকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বাঙালী সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেছেন, 'তাদের সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসব ছিলো না। কয়েকবছর ধরে এসব ব্যাপক মাথাচাড়া দিয়ে উঠেছে। নব্বই দশকে এসব ভাবাই যেন কঠিন ছিলো। হ্যাঁ, তখনও একজন শিল্পীর হাত থেকে অন্য শিল্পীর হাতে গান যেত। তবে এত নোংরাভাবে না। সিনেমার পরিচালক কিংবা সংগীত পরিচালক ঠিক করতেন গান কে গাইবেন। কোনও নামি অভিনেতা অথবা প্রযোজনা সংস্থা নয়!'
ওই সাক্ষাৎকারে তিনি এও বলেন যে, সালমান খান গান ঠিক করে দেওয়ার কে? সিনেমায় কোন শিল্পী গান গাইবে আর কোন গানটা। এটাতো স্পষ্টই নেপোটিজম বা স্বজনপোষণের উদাহরণ।
এর আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভাইজানের প্রতি ক্ষোভ উগরে দিয়ে অভিজিৎ লিখেছিলেন, 'বলিউডের পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রিতেও সমান দাপট দেখাচ্ছেন সালমান। ভারতীয় শিল্পীদের গান গাইতে দিচ্ছেন না তিনি। পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান রেকর্ড করাচ্ছে সিক্স প্যাকওয়াল অভিনেতা। এখানে এমন কিছু মানুষ আছেন যারা পাকিস্তানকে নিজ দেশ ভাবেন!'
সুলতানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনলেও, বরাবরের মতোই বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি ৫৪ বছর বয়সী সালমান খানকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।