প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুশান্তের মৃত্যুর পর থেকেই নেপোটিজম বা স্বজনপোষণ বির্তক জোড়ালো হয়েছে বলিপাড়ায়। স্টারকিডদের নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। তবে শুধু সুশান্তকেই নয়, একসময় বলিউড অভিনেতা অক্ষয় কুমারকেও হতে হয়েছে স্বজনপোষণের শিকার!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মিড ডে'কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে দেখা যায়, '১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ফুল অউর কাটে' সিনেমা থেকে বাদ পড়েছিলেন তিনি। সবকিছু ঠিকই ছিলো। যেদিন শুটিং শুরু হবে তার আগের রাতে নায়ককে ফোন করে বলা হয়, আপনাকে শুটিংয়ে আসতে হবে না।'
ওই সাক্ষাৎকারে অক্ষয় আরও বলেন, কুকু কোহলির পরিচালনায় কাজের সুযোগ পেয়ে দারুন উচ্ছ্বসিত ছিলেন তিনি। এমনকি, আনন্দে তার রাতের ঘুমও ঠিকভাবে হচ্ছিলো না। আইস বক্স ও সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন নায়ক। কিন্তু তার পরিবর্তে নেওয়া হয় সিনেমাটির স্টান্ট মাস্টার বিরু দেবগণের ছেলে অজয়কে।
এরপর ১৯৯১ সালে 'সুগন্ধ' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন অক্ষয়। পরের বছরই তার অভিনীত 'খিলাড়ি' সিনেমা বক্স অফিসে সুপারহিট তকমা পায়।
বলিউডের ডেবিউ সিনেমা থেকে বাদ পড়ে খানিকটা ভেঙ্গে পড়েছিলেন এই অভিনেতা। তবে হাল ছাড়েননি। নিজের অবস্থান পাকাপোক্ত করতে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গেছেন। আর সেকারণেই আজ তিনি বলিউডের প্রথম সারির তারকা।
দেখুন সেই ভিডিও
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।