মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের ফেসেনহাইমে বন্ধ করে দেয়া হয়েছে দেশটির সবচেয়ে পুরনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ওইদিন বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ও সর্বশেষ চুল্লি বন্ধ করে দেয়া হয় বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত পাওয়ার কোম্পানি ইডিএফ। এর আগে প্রথম চুল্লিটি বন্ধ করা হয়েছিল ফেব্রুয়ারিতে। জার্মানি ও সুইজারল্যান্ড সীমান্তের কাছে রাইন নদীর পাশে ফেসেনহাইমে এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছিল ১৯৭৭ সালে। এর পর থেকে ওই অঞ্চলের স্থানীয় অর্থনীতি গঠনে বিদ্যুৎকেন্দ্রটি চার দশক ধরে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে। কিন্তু কেন্দ্রটি নিয়ে ফ্রান্সের প্রতিবেশী দেশগুলোর বরাবরই আপত্তি ছিল। বিশেষ করে ২০১১ সালে জাপানের ফুকুশিমা দুর্ঘটনার পর এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আরো তীব্র হতে থাকে। অবশেষে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ করার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডের আন্দোলনকারীরা। ম‚লত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও ফেসেনহাইমের এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু চ‚ড়ান্তভাবে ২০১৮ সালে রাইন নদীর তীরে এ বিদ্যুৎকেন্দ্র বন্ধের সবুজ সংকেত দেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।