Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমির খানের মায়ের করোনা নেগেটিভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৫:৩০ পিএম

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা আমির খানের বাড়ির ৭ গৃহ পরিচারক। মঙ্গলবার (৩০ জুন) আতঙ্কের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এমনটি জানিয়েছিলেন অভিনেতা নিজেই।

এরপরই অভিনেতার মায়ের কোভিড-১৯ টেস্ট করানো হয়। আর সেকারণে খুব উদ্বিগ্ন ছিলেন মিস্টার পারফেকশনিস্ট।

আজ (১ জুলাই) মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে মায়ের করোনা টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন আমির খান। রিপোর্টের ফলাফল নেগেটিভ এসেছে। ফলে নায়কের মা করোনার ছোবল থেকে মুক্ত। তাতে এখন বেশ স্বস্তিতে আছেন 'পিকে' খ্যাত এই চিত্রতারকা।

সম্প্রতি নিজের মাইক্রোব্লগিং সাইটে আমির খান লিখেছেন, সবাই কেমন আছেন? খুব স্বস্তির সঙ্গ জানাচ্ছি যে, আমার মায়ের করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।

অভিনেতার মায়ের জন্য প্রার্থনা করার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, আমার মায়ের সুস্থতার জন্য যারা প্রার্থনা ও শুভ কামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, লকডাউনের আগে আমির খান 'লাল সিং চাড্ডা' সিনেমার কাজ শুরু করেছিলেন। তবে সঙ্কটের কারণে তা মাঝপথে আটকে যায়। এই সিনেমাতে তার বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ