প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এই দুর্দিনে অসহায়দের জন্য সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন বলিউডের অসংখ্য তারকারা। তবে তাদের মধ্যে শীর্ষে রয়েছেন অক্ষয় কুমার। অভিনেতার একের পর এক উদ্যোগে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। আর সেকারণে আক্কিকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ন’ দেওয়ার দাবি তুললেন তারা।
লকডাউনের দিনে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। পাশাপাশি করোনায় মোকাবিলায় সামনের সারির যোদ্ধাদের হ্যান্ড স্যানিটাইজার, বিশেষ ধরনের ঘড়ি এবং মুম্বাই পুলিশের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির জুনিয়র আর্টিস্ট ও দিনমজুরদের নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন খিলাড়ি।
করোনাকালে অক্ষয়ের অবদান তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু করেছেন নেটিজেনরা। তাদের একটাই দাবি, আক্কির অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ন’ পদকে ভূষিত করা হোক।
কাজের ক্ষেত্রে লকডাউনের আগে রোহিত শেঠির পরিচালনায় 'সূর্যবংশী'তে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়াও তার অভিনীত সিনেমা 'লক্ষী বম্ব' ওটিটি প্ল্যাটফর্মে ডিজনি প্লাস হটস্টারে আগস্টের ১৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।