Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্তের মৃত্যুতে অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে: জ্যাকুলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১০:৫৯ এএম

সুশান্ত সিং রাজপুত অভিনীত সবশেষ সিনেমা 'দিল বেচারা'। অভিনেতা মারা গেলেও সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ জুলাই। আর সেকারণেই প্রয়াত নায়ককে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

২০১৯ সালে করণ জোহর প্রযোজিত সিনেমা 'ড্রাইভ'-এ জুটি বেঁধে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত ও জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে বর্তমান সঙ্কটের কারণে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। নেটফ্লিক্সে মুক্তি পেলেও সিনেমাটি ব্যবসা করতে পারেনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে 'দিল বেচারা' সিনেমার পোস্টার শেয়ার করে স্মৃতিকাতর হয়ে পড়লেন জ্যাকুলিন। সেখানে তিনি লিখেছেন, 'সুশান্তের মৃত্যুতে অদ্ভুদ শূণ্যতা তৈরী হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়। ও আমাকে মানুষের পাশে থাকতে শিখিয়েছে। যখন ওকে দরকার হয়েছে, পাশে পেয়েছি। ওর শেষ সিনেমা দেখা আমার পক্ষে সম্ভব নয়। তবু জানি, ওর সাবলীল অভিনয় আমাকে একটু হলেও শান্তি দিবে।'

ওই পোস্টে 'দিল বেচার'র অভিনেত্রী সঞ্জনী সংঘীকে ট্যাগ করে তার ফিল্মি ক্যারিয়ারের প্রথম সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন জ্যাকুলিন। তিনি আরও লিখেছেন, সঞ্জনী তুমি খুব ভাগ্যবান যে সুশান্তের মতো সহ অভিনেতাকে প্রথম সিনেমায় পেয়েছিলে। আমি নিশ্চিত সুশান্ত তোমার কাজে অনেক গর্বিত হতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ