Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্তের মৃত্যু নিয়ে সরব হলেন জেরিন খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ৪:২৩ পিএম

বলিউডে স্বজনপোষণ কিংবা কাজের জায়গায় হেনস্তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এই অভিযোগ এনে নামি-দামি তারকা ও নির্মাতাদের ক্ষোভ উগরে দিয়েছেন বি টাউনের একাংশ। তাদের মধ্যে অন্যতম সালমান খান। ইন্ডাস্ট্রির অনেকেই অভিযোগের তীর ছুড়েছেন ভাইজানের দিকে।

এবার কারও নাম উল্লেখ না করে সুশান্তের মৃত্যু নিয়ে সরব হলেন সালমানের প্রাক্তন প্রেমিকা জেরিন খান। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন নায়িকা। সেখানে তিনি লিখেছেন, 'তার মনে অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কেন একজন মানুষকে মরে প্রমাণ করতে হবে তার মূল্য। কেউ বেঁচে থাকতে কেন তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়না, যতটা মারা গেলে দেওয়া হয়।'

জেরিন আরও লিখেছেন, 'যাদের মানুষটা সম্পর্কে কোন ধারণা নেই, তাহলে মৃত্যুর পর কেন তাকে নিয়ে চর্চা করা হয়? কারোর বুদ্ধি বেশি হলে কেন তাকে বলা হয় যে, তিনি মানসিকভাবে সুস্থ নয়? সোশ্যাল মিডিয়া এখন সবার দুঃখ প্রকাশের জায়গা হয়ে উঠেছে। সবাই এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছে অন্যের মৃত্যুতে টাকা উপার্জন কিংবা টিআরপি বাড়ানোর ধান্দায় নেমে গিয়েছে।'

এদিন কারো নাম প্রকাশ না করই বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন 'ভীর' খ্যাত এই চিত্রতারকা। অভিনেত্রীর করা পোস্টটি প্রকাশ্যে আসতেই তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এই বিষয়টি নিয়ে গেল কয়েকদিন আগে পাপারাজ্জিদের প্রতি তোপ দেগেছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন।



 

Show all comments
  • Snigdha Chakraborty ২৮ জুন, ২০২০, ৮:৩৭ পিএম says : 0
    Jerin Khan akdam thik likhechen....manush jotokhon benche thake , valo quality dekhte pay na. Jokhon duniya chere chole jay , tar quality dekhte pay....tokhon sokole tar prosonsya korte thake....advut manus amra....unnoto jiib amra....amader 2 to pa & 2 to hath ache...brain ache...amra great politician.....er binash hok corona r moto anek kichu r sathe....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ